রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ প্রানহীন অচলদেহ হারালে তার অবস্থান


তার চোখে চোখ পড়িতেই গুলালো আমার দিক-তাল
হলাম আমি মাতাল।
আমার মাতলামি নয়তো পেয়ালার পরশ পানে
একচুমুকে মাতাল হওয়া, ঘোর কাটিলে আবার চাওয়া
দিক-বিদিক চলা বর্ণিল মনে।


আমিযে যুগ-যুগ অনন্তকালের মাতাল,হয়েছি চোখে চোখ রেখে
হারায়ে গেলে ঐ দু'চোখ, মাতলামি এসে প্রানে মিশে।
আমার নাইযে কুল নাই
ব্যাকুল আমি কুলহীন পথে পাগলের দিশায়
কিযে আমি করি, হায়রে মরি-মরি
বলি কারে সেযে প্রান?
প্রানহীন অচলদেহ হারালে তার অবস্থান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন