পৃথিবীটা মায়া কিনা জানি না
শুধু জানি প্রেম বলে কিছু নেই, আছে শুধু ছলনা ।
পৃথিবীতে সহানুভূতি কেউ করে না
যেটুকু তার নামে, সবটুকুই করুণা ।।
ফুল ফুটে গাছের শাখে, মায়া জড়ায়ে হাতে থাকে
মায়া যখন ফ্যাঁকাসে হয়ে যায়, পথ হয় তার ঠিকানা ।।
স্বপ্ন নিয়ে সুখের স্বজন, মায়ার টানে হয় আপনজন
লোভের অনুভূতিতে, দেখী কারো পরিচয় থাকেনা ।।
একমন-একঘর-একরাজপথে, রাজা-ফকির তবে কেন একই জয়রথে
সত্য ভাবি শুধু এইখানা, প্রেম শুধু ভাবুকের ভাবনা ।।
শুধু জানি প্রেম বলে কিছু নেই, আছে শুধু ছলনা ।
পৃথিবীতে সহানুভূতি কেউ করে না
যেটুকু তার নামে, সবটুকুই করুণা ।।
ফুল ফুটে গাছের শাখে, মায়া জড়ায়ে হাতে থাকে
মায়া যখন ফ্যাঁকাসে হয়ে যায়, পথ হয় তার ঠিকানা ।।
স্বপ্ন নিয়ে সুখের স্বজন, মায়ার টানে হয় আপনজন
লোভের অনুভূতিতে, দেখী কারো পরিচয় থাকেনা ।।
একমন-একঘর-একরাজপথে, রাজা-ফকির তবে কেন একই জয়রথে
সত্য ভাবি শুধু এইখানা, প্রেম শুধু ভাবুকের ভাবনা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন