রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ এই হল ছুটি বুঝি মমতার দিন


ক্ষুদ্র গ্রহ-গ্রহান্তরে, নক্ষত্র-নক্ষত্রে রণ,
এক বিভব সহন মায়া
পুঞ্জিভূত স্বপ্নে দাহ, বিড়ি পোড়া যৌবন।
সুখ অন্তঃসহন কাল
গর্ভে গোত্রহীন, জাতী-জ্ঞাতীহীন গর্ব অবস্থান


নীরব যাতনা ক্ষেত্র, ভুমি, ভুবন, গাত্রস্থান।
এই চুম্বন ললাটে, দেহ পরিত্রান
একটু সুখ-আহ্লাদ, একটু নিকট অবস্থান
দেহ লবে কামনা সিদ্ধ জাতীস্বর।

পিতার পৈত্রিকদায়, জননীর মাতৃগর্ভদায়
সব মিশায়ে গেছে ধূলিঝড়ে
উড়ায়ে গেছে লক্ষ-কোটি জ্যোনি তরে।
পিছায়ে গেছে সব, লুটায়ে গেছে রব
আজ স্বপ্নযাত্রীর কল্পবিলাষ দিন
নিঃশ্বাস দৈন্যতার দায়ে, চলতে পথে পায়ে-পায়ে
এই হল ছুটি বুঝি মমতার দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন