বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ প্রভু তোমার লীলাবিলাস বোঝা, সাধ্যি কি মোর আছে

প্রভু তোমার লীলাবিলাস বোঝা, সাধ্যি কি মোর আছে
তুমি পঞ্চমহাভূতে অষ্ট জড়ধারায়, গড়িছ মোহিনী রসে।
ছয়রূপে দেহ হয় পরিবর্তন, ত্রিতাপ ক্লেশে ভরে নয়ন
প্রকৃতির ত্রি’গুণ ধারা, দু’মায়া গড়া রোষে।

ত্রিগুণাত্নিক মায়াশক্তি জগতে প্রকাশ, চারিযুগে চারিরূপে করিছ বিলাষ
নবধা ভক্তি স্রোতে রহি, দু’অহং ধারা ক্লেষে।
অষ্টযোগে অষ্টসিদ্ধি হয়, পঞ্চপঙ্খ জীবচেতনা রয়
ষড়রিপু ষড়ক্ষোভে দ্রোহে, জ্ঞানান্দ্রিয় গ্রহ কোষে।
কর ক্ষমা ওগো দয়াময়, অবিবেচক চায় তব চরণদ্বয়
পাপ সন্তোরিতে সত্য স্মরিতে, কাঙ্গাল হয়ে রহি বসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন