বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ বধুয়া বলো

বধুয়াগো বলো তোমার মনে কি লয়
এমন শায়ন তুমি দিলে ঢেঁকে
এমন শায়ন তুমি দিলে ঢেঁকে
তোমার এই তনুমন, আমার এই অনুক্ষণ
শিহরন বাঁধে আবেশে, বধুয়া; শিহরন বাঁধে আবেশে
তোমার রচিতে হিয়া, আমার মন গিয়া

প্রানেতে প্রান মিশে, বধুয়া; প্রানেতে প্রান মিশে
কেনগো জপি এত বারে-বারে, ——–
চরণ তোরণে বসে ধরে বুকে
এমন শায়ন তুমি দিলে ঢেঁকে
তোমার অঞ্চলবেদী, স্তব্ধ আমার যদি
নীলঘন গগনপানে, বধুয়া; নীলঘন গগনপানে
তোমার নয়নপটে, আমার মন টুটে
বিষতীর গেঁথেছে প্রানে, বধুয়া; বিষতীর গেঁথেছে প্রানে
কি ভুলে এমন হেলায় হেলিলে, ——
ছলছল দুনয়ন অশ্রুতে ঢাঁকে
এমন শায়ন তুমি দিলে ঢেঁকে
বধুয়াগো বলো তোমার মনে কি লয়
এমন শায়ন তুমি দিলে ঢেঁকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন