যখন শান্ত হৃদয়ে অশান্ত করে খেলা
অস্থিরতায় গড়িয়ে যায় বেলা
তখন আমি অর্ধনিমগ্ন ছায়াপথে
ক্রান্তির লগণে পড়ছি ভূমিতে লুটে।
আকাশবেশী গগণ তাঁরা ছৌঁয়
আমি বসে নীরব ধাঁধাঁর ফাঁদে
স্তম্ভিকতা নেই যে, নিজের আর
নেশা মেটে একপেয়ালা মদে।
এইযে, আমার দুষ্ট সীমানা
ছোরার দাগে রাঙ্গিয়েছি শরীর, নেই কারো মানা।
যাবো অতলে লুটায়ে জানি
কেউ আমার নয়, আমি কারো নই, উজাণে মিলেছে গ্লানি।
স্তব্ধতার নেশা ধরানো পেয়ালার বীষে মিশে
সুখের আসন এইখানি আমার, আশার আবেশে।
অসার ভব, অসার আমি, আমার চিন্তা যত
তাইতো অসার সার ভেবে, করেছি মাথা নত।।
দিক-তাল নেই আর, সন্মুখে শুধু আঁধার
ঐ তারকারাশি চেনায় যদি পথ, হয়ত হব পার
তাইতো আঁধারে তাঁরা গুনে-গুনে, যাচ্ছি পথে হেঁটে
আলোকের মহিমা যদি আমায় তোলে, উজান-ভাঁটির তটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন