শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ঠোঁটকাঁটা

হঠাৎ! চোখ পড়ে গেল দরজার খিলানের দিকে,
তারা দু’জন দু’জনার দিকে তাকিয়ে
নির্বাক চোখে কত কি ভাবনায়
হয়তো হারিয়ে যাওয়া কোন দূরালোক সীমানায় ।
এ মানবসরণীর বাহুল্যবর্জিত স্থান নয়, নয়তো চাকচিক্য স্মৃতিকুঞ্জ
তারা দু’জন মাটির আদলে গড়া মৃত্তিকাকুঞ্জে

সুখ অন্তরে ক্ষরণ ঘটিয়ে জড়াচ্ছে জীবন বিস্তরনে…
দূরালোকের গ্রহ-নক্ষত্র, তারকারাজি-সম্ভবনা নেই পৌঁছুতে এ কুঞ্জবেড়ীতে
তবুও; দু’জনার অন্তশিহরণে সব বন্দী স্বপ্নশৃঙ্খল গন্ডীতে ।
কামনার স্নিগ্ধতায় তারা কাঁপছে…
এ ভয় নয়, অভয়ের ভয়ার্ত্তক্ষন
কোন এক অদূর আনন্দঘনক্ষনের গমন।
দু’জন এখন আরো সান্নিধ্যে- মরুতে ঝড় বহে যাচ্ছে
একজনের দৃষ্টিগোছরে তারা সুখসাগরে ভাসছে,
এ তাদের জানার কথা নয়, কেননা দৃষ্টিরগোছরে ধরে রাখা জন বৃহৎদেহি
সে চক্ষুলজ্জাহীন সুখ-সঞ্চারী ।
পিপীলিকার এই প্রনয়যজ্ঞ তাই তার আড়াল নয়
ঠোঁটকাঁটা জনের মত সে শুধু আনন্দের ঝড়ে ভাসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন