রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ সম্ভবনা


ঐ উঁচুতে শব্দশৃঙ্খলে এক মহেন্দ্রতীথি
খালি হস্তে নীরব সায়রে দাঁড়ায়ে অতিথি
দিকভ্রান্ত নয় সে, নয়তো উদভ্রান্ত মাতাল
দিগন্ত শেষে নীলসীমান্ত; আছে সে তাল
ভ্রূকুটি তার বিষ তলোয়ারে
নির্মুক্ত মেঘের টানে
ছুটিতেছে পিছে তার গগনবেধীর রণে।


মিছে অহং;মিছে সং
মিথ্যের পরিজাত
ভুমিতে লুটিয়া পড়িছে, রাত্রির প্রভাত।
কোথায় কোন অস্ফালন? কোথায় তার স্থিতি?
রাত্রির আঁধারে তাঁরা ছাহে মিটি-মিটি ।
লজ্জা হেরিবারে অকাঙ্খার তরে
প্রেয়সির মুখখানি শুধু ছাহিবারে
অদম্য কোন আশা, লুটায়ে দিয়েছে মাথা
সহসা বাঁধিয়া সে এইটুকু ভাষা
হয়তো এর’ই নাম ছিলো ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন