রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ প্রাপ্তী

জীবনটা অর্ধনিমগ্ন….
গোধুলি আকাশে হা-হা-কার সুর
বিষন্নতায় মন আহত পাখির ন্যায়
সায়রের গর্জনে দিক-বিদিক হারা।

তবুও;
ঐ পশ্চাৎ’এর ধারস্ত নয় কেহ
সকলেরই সন্মুখে এগিয়ে যাবার প্রচেষ্টা


যদিও আঁধার টলিছে পিছে সর্বক্ষন।
হ্যাঁ;
ঐযে, সাদা বকের মেলা!
বাতাসে ধুলিতেছে কাঁশফুল!
সবই স্নিগ্ধতার প্রতীক।

অশান্ত হৃদয়ে শান্ত একখানি ছৌঁয়া।
দ্যৌলা সম-সাময়িক….
কিছুক্ষন পরই জনকৌলাহল চারিদিকে
বিনম্র মূর্চ্ছনায় বাতাস ভারী কান্নার সুর,
কোথাও এতটুকু শান্তি নেই, সুখ নেই
শুধু হতাশা, নিরাশার বুকের ভাষা
চারদিক ছড়িয়ে যাচ্ছে।


দৌড়াচ্ছে সকলে….
সকলে উন্মাদ, উদভ্রান্ত
অস্তিত্বরক্ষায় সকলে ছুটছে ভ্রান্তপথে
সামনে একটু সুখ পাবার আশায়,
একটু সমৃদ্ধি-সম্মান পাবার আশায়
কিন্তু;
ব্যর্থ প্রায় সকলে
দু’হাতে অন্ধকারে হাতায়ে ক্লান্ত হয়ে
পড়ে যাচ্ছে অতল গর্ভে; মুর্চ্ছনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন