বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ আমার নদীর মত মন

আমার নদীর মত মন, জোয়ার বাঁধ মানে না
ওরে একুল ওকুল যাবে ভেঙ্গে, যাবে ভেঙ্গে দুনিয়া।
অমবস্যা কালে উত্তাল এই নদীর বুক
ক্ষরস্রোতে করালগ্রাসে ভেঙ্গে যাবে সুখ
ওরে নিত্য ঘুমে অসার জীবন, জাগিলে উঠবে হায়-হায়।

ওগো মাঝি হও হুঁশিয়ার আমার বুকে বসে
আমি, ক্ষুদ্ধ হলে নেব তলায়ে তোমায় আমার কাছে
ওরে কাঁদবে তখন তোমার স্বজন, আমার চারিদার ঘুরিয়া।
আমার বুকে থাকবেনা বল, যখন বিধাতা বলবে থাম আর এগিয়ে যাস না
করালস্রোত আমার থামবে সেদিন আর রবে না, হায় রবে না
ওরে মৃত্যু আমার শূন্যহীন ধরায়, নোনাজল-বালি ঘিরিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন