শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপরেখা!

মুখে একদলা থু-থু ছাড়া এই আমাদের
ঘৃণা করার আর কোন ভাষা অবশিষ্ট নেই
বিশ্বব্যাপী মানবতা নিধনযজ্ঞে
যে ক্ষোভ কিংবা উৎসাহের জোয়ার ধারা
স্পষ্ট হচ্ছে দিনকে-দিন
তা প্রকাশে অশ্রুহীন অসহায় মনদগ্ধ হৃদয়
থু-থু ছিটানো ছাড়া কি বা আর করতে পারে?


চারিদিকে চোখ মেলে তাকিয়ে দেখী
ছড়িয়ে আছে ঘৃণার ক্ষুদ্ধ দাবানল,
যা নিয়ত অভিসারে দগ্ধ করে চলেছে
লক্ষ-কোটি মানুষের বাসনায় লালিত স্বপ্নকে।
বিপন্ন মানবতায় সৃষ্ট চোখের কিনারার অশ্রুক্ষত
অশ্রু খেয়ে নিয়েছে বহু আগে,
এখন ক্ষোভ নয়নে ঝরে
টকটকে লাল অক্ষিগোলকের রক্তঝরায়।


প্রভাতের নির্মল হাওয়ায়
সুদীপ্ত হৃদয় কোমল করে না
তমসাচ্ছন্ন রাতের দূর্বিষহ শিহরণে
হৃদয়ের ক্ষতগুলো মিশে হয় রূক্ষ-নিঃস্প্রভ।
কল্পলোকের যে ছায়া একদিন স্বপ্নের ঝড় তুলত
তা মলিনরূপ হতে অমলিন হচ্ছে, অস্ত্র ঝঙ্কারে
পারমানবিক অস্ত্রক্ষেপনে স্তব্ধ বিশ্বলোক
দূঃস্বপ্নের মূর্চ্ছনায় সংজ্ঞা হারাচ্ছে বারে-বারে।
বহুকালের সৃষ্ট দূর্বলের প্রতি সবলের লিপ্সা
চরিতার্থ করার আদিম বাসনা;
এখনো প্রতীকিরূপ পায় নি,
তাই; আজো রক্তস্রোতের উন্মত্তনেশা
গোগ্রাসে গিলে নিচ্ছে মাঠ-ঘাট-প্রান্তর,
আর অসহায়ের আর্তমুখে থু-থু
প্লাবণ তুলে চলছে রক্তঝরা অশ্রুঝড়ো ঘূর্ণিপাকে
যে ঘূর্ণিপাকের কেন্দ্রে অঙ্কিত হচ্ছে
তৃতীয় বিশ্বযুদ্ধের রূপরেখা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন