শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ নিজভূমে পরবাস

আমি রক্তস্নাত স্নান চাই না
চাই না কারো রক্তাক্ত লাশ
কাটছে আমার দিনগুলো তাই,
নিজভূমে থেকে পরবাস!


আমি বন্ধুত্ব চাই
হাত রাখি তাই বন্ধুর হাতে
আমি ভালোবাসা চাই


ভালোবাসার আলোকধারা তাই, ছড়াই জোৎস্নারাতে।
আমি রিক্তের বাঁধনে জড়াই আমার প্রাণ
আজ দেখী তার দীর্ঘশ্বাস!
কাটছে আমার দিনগুলো তাই,
নিজভূমে থেকে পরবাস!


আমি সত্যকন্ঠ চাই
মিথ্যার অগ্রাসণ ঝেড়ে ফেলে চলতে, সত্য-শপদে
আমি বিবেকের আহ্বান চাই
যে আহ্বানে আসে বোধ, চলতে পথে পদে-পদে
যদি ম্লাণ হয় আজ পৃথিবীর নীড়
না‘থাকে যদি উন্নতশির!
বন্ধঘরে বন্ধহোক চোখ
ঘুছে আলোর দীর্ঘশ্বাস,
দেখছি আমি এ‘দূরবেলায়
নিজভূমে আমার পরবাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন