শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ প্রার্থনা- ওহে; প্রাণত্রাতা

সতত পুরাণের বানী,
কোরানের বানীতে জ্ঞাণী
লঙ্ঘিত যদি হয় মানবতার গান,
ওহে; প্রাণত্রাতা,
তুলে নাও মোর ত্রাণ, এই প্রাণ।


ষড় ইন্দ্রিয় গাঁথা তোমায়,
প্রণি নতশীরে,
প্রাণবায়ু চলে যাবে
ভ্রমি মায়ার তরে
তরু-বীথিকার প্রাণে-প্রাণ
অজ্ঞতায় যদি হয় ম্লান
ওহে; প্রাণত্রাতা,
তুলে নাও মোর ত্রাণ, এই প্রাণ।


পথে ধ্বংশযজ্ঞ ভয়
অবোধ-অবল-নিরীহ জীবনক্ষয়
মানবতা রূধিবে বলে আজ
অস্ত্রঝঙ্কারে শুনি রক্তজয়।
বিশ্বাব্রক্ষ্মান্ডের প্রখর সূর্যালোকে
যদি না হয়, মানবতার বোধদান
ওহে; প্রাণত্রাতা,
তুলে নাও মোর ত্রাণ, এই প্রাণ।


আজ চরি বিশ্বব্রক্ষ্মান্ডলোক
চরণে রক্ত তরতর
চোখেতে চকিত বাসনা
অসভ্য নগর,
নগরের নাগরি আজ
বেতাল জোয়ান
ওহে; প্রাণত্রাতা,
তুলে নাও মোর ত্রাণ, এই প্রাণ।


বাঁচিবার স্বাদ বড়
আলোক স্পষ্ট রেখায়
অনন্তকাল দগ্ধ হৃদয়
যদি না পুড়ে দ্বীপ্তশিখায়,
লাজ-লজ্জা চেতনাবোধে যখন
হয়েছে পীড়িত মানবতার জ্ঞান
তাই; প্রাণত্রাতা,
তুলে নাও মোর ত্রাণ, এই প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন