আমি চাইনা হতে যাবার কালে
বন্ধু তোমার প্রাণের দাবী
এত অনাদরে……..
মনের স্রোতে মন ডুবে যাক
ফুটুক কলি পদ্ম হয়ে বানের জলে।
অশ্রুজলে ঝরা শিমুল ভাসুক
জুড়াক প্রাণে মনভোলা সুখ
অবুঝ ছলে
শুধু তোমার সুখে বাঁধব ব্যথা
ভুলব আপন মনের কথা
কালের অন্তরালে।
কালের খেঁয়া স্মৃতি বয়ে
জমুক বুকে শৈবাল হয়ে
সাগর তলে
মুগ্ধ আমি মুগ্ধ হয়ে
পাষান ব্যথা বুকে বয়ে
ভাসব নোনাজলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন