শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ নারী পদবিলাস


নারী মানে; আছে স্বামী, আছে বন্ধু-ভাই
নারী মানে; সীমানার অধ্যাদেশ কর্মতৎপরতায়।
নারী মানে; বসুমতির মত সহ্য সন্তানের যন্ত্রণা
নারী মানে; স্বপ্ন চোখে বোনা, সন্তান করে বাসনা।
নারী মানে; এক গৃহিণী, শৃঙ্খলিত এক ঘর


নারী মানে; স্বামীর সোহাগ, সন্তানের আদর।
নারী মানে; কোমল হৃদয়, কান্না ব্যথা দেখে অন্যের
নারী মানে; জগৎ আঁচলের নিচে রাখা, শীতল রাখতে সন্তান-স্বজনদের।
নারী মানে; ভয়ংকর রুদ্ধমূর্তি, অন্যের ঘর ভাঙ্গা
নারী মানে; ভাইয়ে-ভাইয়ে গড়া বিদ্রীত এক দাঙ্গা।
নারী মানে; কৌলাহলে ভরা আপন-আপন ঘর
নারী মানে; স্বপ্ন গড়া চোখে ধুঁ-ধুঁ বালিচর।
নারী মানে; অগ্নির দহতা, সারা বসুমতি
নারী মানে; বর্ষার বহমানধারা, কান্না বেসুতি।
নারী মানে; লজ্জ্বার এক, ছায়া প্রতিমূর্তি
নারী মানে; বন্ধনের-বন্ধন, জগতের সতী।
নারী মানে; অগ্রধারায় বাঁধা-বন্ধন হারা
নারী মানে; আনন্দ বিচরণ এই জগতধারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন