শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ বিসর্জন


ভাগ্য পরাহত !
অজন্মা পাপের পরিক্রমায় বিচরণ
কখনো যেন এই শৃঙ্খল ভাঙ্গার নয়
বৃহৎ’এর পদতলে পৃষ্ঠমান ক্ষুদ্রপ্রাণ ।
কিসের ধৈর্য্যধারন ? নিরন্তন প্রদাহ যেখানে অবিরত !


অগ্নির কুণ্ডলিত শিখা যেথায় প্রতিনিয়ত (?)
সেথায় প্রাপ্তির আশা কি রচে ?
“অতৃপ্তি যদি না বাঁধে, তবে; কিভাবে তৃপ্তির স্বাদ আসে ?”
                                                        -এটা মহামানবের বানী ।
কিন্তু; অতৃপ্তি যদি আঘাতের পর আঘাতে কোনঠাসা করে, তবে
তৃপ্ততার প্রতিউত্তর প্রশ্ন নয় কি ?
সবই নিরর্থক,
কালগাত্রে প্রবেশটুকুই শুধু বাকী
যার জীবনটা পৌষে পুড়েছে, ফাল্গুন তার জন্য অভিমান
সেই স্বাদ আর নাই,
তাই বিষাদের আঁশে,  পৌষের তপ্ততায় নিঃশেষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন