শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ভালোবাসার সুখ


আমি চলতে চাই দুনিয়ায়
মাথা তুলিয়া, বক্ষ খুলিয়া
আত্ম-সম্মান নিয়ে চলব, সেই ভাবিয়া
আমি চলি সরল হইয়া।
গরল আমি নইতো মনে
সরল হয়ে বাঁচতে চাই,


ভালোবাসার সহজ পথে
সততায় মন ভাসাই।
কিন্তু; অবলোকিত চারিদিক
অবহেলা করে আমায়
আমি চলতে পথে নানান বাঁধায়
কেন জানি পথ হারাই।
বৃহৎলোকে মনযে আমার
আমি সুখের স্বপ্নদেখী
ভালোবাসা দিয়ে দুনিয়ায়
দেখি আমরা সবাই সুখী।
তবে; দিনের আলোয় নয়ন খুলে
স্বপ্নভ্রষ্টে দিক হারাই
ভাবি কবে স্বপ্নগুলো
দেবে আমার মন ভাসাই?
এমন কি কেউ নেইগো জনা
গর্বে তুলবে আমার বুক
আমি স্বপ্নজড়ানো বুকে নেব
ভালোবাসার সুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন