রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ভাবনা পরিষ্কার


ছোটমাছ ধুলে বার-বার, বের হয় কাঁদাপানি
মূর্খ্যজনে করলে সেবা, মেলেনা মুখের বানী
অরণ্যে ফলালে ফল, যবে তথাকালে


নির্দয় ব্যাক্তির দয়া পাওয়া, কালক্ষয় বলে
হীনপদে আলোকসজ্জা, শুধুই স্বপ্নক্ষন
সরলমনে কালিক ছিটালে, পড়ে শুধু রণ
গন্ধবিনা ফুলের জন্ম, জীবন নিঠুর কাল
মাঝিছাড়া তরীর ঘর, দ্যক্ত উরুপাল
অভদ্রাকালে ভদ্রার বেশ, শুধুই দুঃখময়
মরনকালে বাঁচার যাঞ্চনা, হীনপদ চয়
অবুঝজনে বুঝাতে গিয়ে, যে পায়না জয়
কালমৃত্যু খায় তারে, তার সবক্ষয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন