শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ আগুন জ্বলবে ঘরে-ঘরে

ধর্ম পুড়ছে, ধর্ম পুড়বে কিছূ হবে না
মানবধর্ম উঠেছে যখন, ঘুছবে ধর্মের সাধনা?
বৌদ্ধমন্দির জ্বলেছে কাল, মসজিদও একদিন জ্বলবে
মন্দিরে যখন লেগেছে আগুন, প্যাগোডাও পুড়বে।
হাঃ হাঃ হাঃ, সব উপসনালয় পুড়বে
ধর্মসাধনা সব গুলবে……

আজও শুদ্ধ আছে কোরান? শুদ্ধ আছে বেদ?
শুদ্ধ আছে ত্রিপিটক আর বাইবেল মতবেদ?
হাঃ হাঃ হাঃ, এটাও ভুলে ভরা……
মানবধর্ম দূষণ যখন, পুস্তক ধর্ম সেরা?
মানব আছ এখনো কোন মায়ায়!
অন্যভেবে যাকে মারছ লাথি, সে তোমার ছায়া।
যে ক্ষোভ আজ তুললে মনে, অঘোর অন্ধকারে
রাত পোহালে সে ক্ষোভের আগুন জ্বলবে ঘরে-ঘরে।
জেনো জ্বলবে ঘরে-ঘরে।

[রামুর ঘটনার ধিক্কারে]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন