শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ জন্মান্তরের দায়


আমি শয়নে সঁপেছি দেহ-মন আমার
তোমার উষ্ণ ক্রোধে,
তুমি লবিলে সুখ তৃষিত বুকে
প্রগাঢ় নিঃশ্বাসে বেঁধে।
সেই বাঁধনের বাঁধভাঙ্গা জোয়ারে
ভেঙ্গে গেছে অদূর তার


তৃষিত কামনা মিটেছে তৃয়াষে
প্রতিক্ষার সিন্ন চিৎকার।
চিৎকারে রেগেছে উষ্ণ অঞ্চল
কম্পনে হয়নি প্রতিরোধ
এই নাকি ছিল আমাদের সুখ
জন্ম-জন্মান্তরের শোধ,
সেই শোধে আমি বেশোধা হয়ছি
হয়েছি ঋণী দায়ে,
দশমাস ধরে ঋণ বহি সুখে
ঢেলেছি তোমার পায়ে।
সুখ-দুঃখ মোদের পরস্পর হয়েছে
হয়েছি মোরা পরস্পরি
ভালোবাসায় মাতাল হয়ে আজো
জীবন-সংসার গড়ি
এই সংসারের এক কণা সুখ
বিঁধেছে জন্মান্তরের দায়ে!
তাইতো আজও স্মৃতিগুলো আগলে
আছি পরস্পর জড়ায়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন