শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ সুখলতা


সুখলতা; তুমি চঁন্দ্রবাসরে দ্বীপ্তচোখে
তারার জোয়ার দেখেছ?
সবুজ মাঠে ধেণু চারণে
অবুঝ সুখে ভেসেছ?
তুমি নীল গগণে বসন্ত ধাঁধাঁনো
ফুলের সৌরভ ছুঁয়েছ?
তুমি নিজের মাঝে লজ্জাবতীর
লাজুক আবরণ পেয়েছ?


সুখলতা; তুমি শুনেছ কি কখনো সায়রের গর্জন
দেখেছ কি কভু ঢেঁউয়ের পাড় ভাঙ্গা স্রোত?
কালবৈশাখীর লন্ড-ভন্ড ক্ষোভে কভু
লুন্ঠানো বসতে জন অশ্রুস্রোত।

তুমি কি কারো বিরহে করেছ দিন ক্ষান্ত
ভরেছ অশ্রু নয়ণ
সুখলতা; করেছ তুমি কি কারও প্রানান্তে
অন্তর সুখ বিসর্জন।
তুমি বিরাগে কি কভু ছুটেছ কারো
অন্তঃপূরের পথে
সুখলতা ছুটে যাওয়া সে পথ যেতে তবে
ডেকো আমায় সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন