শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ভালোবাসার সামনের দেয়ালটাই সত্য, স্মৃতিমন্থনে

তবুও আজ নিষিদ্ধ প্রান্তরে চোরাকাঁটায় হেঁটে যাব-দ্বিধাহীন
পিছনে সীমান্ত লঙ্ঘনে ছুটে আসুক আক্রোশ; বিক্ষত হোক দু‘পা বীষকাঁটায়
রাখব না তবু আশা জড়ানো স্বপ্ন, করব না কভু নবসুখে অন্তর রঙ্গিন ।
গীরিখাতে সুখ নেই, অদম্যতায় পীড়ণে জড়াই নিরবধি
দৃষ্টির সীমানা ভ্রুকুটি লঙ্ঘন করে নীলপ্রান্ত ছৌঁয় ঐ অদূর স্বপ্নলোকে
যেখানে পৌঁছে যায় ফিরিয়ে দেয়া অব্যর্থ ঘৃণার অন্তঃ; আদি।



তুমি মুক্তঝরনায়ও শেষ হাসি ফোঁটালে; ছড়িয়েছিলে নবলোকে নিধারূণ
আদি সৃষ্টিতে মাতানো বুকে, এই সলিল সমাধি
কখনো বুঝতে পারেনি কি সুখে- তা কি করূণ!
বিধি-বিদ্যৌত ভূমিতে তাই আমার নিত্য সংঘাত আসা-যাওয়ায়।
ছল্ প্রান্ত সেতো জানিত না, আমি কি কখনো তাকে ভূলেছি কিনা
সে এও জানে নি, তোমার মনে তা কখনো মুছে ছিল কি না
অতঃপর কল্পভূমে আমরা চলে গেছি দূর-বহুদূরে
শৃঙ্খল যেথানে পাড়ের মমতায় বাঁধে নি শৃঙ্খলতারে।


উর্বশীর কঙ্কনের ঝনাক-ঝনাক ঝন, কখনো বা নুপুরের নিক্কন
সুর তুলিত তুমি যেমন হাত-পা দ্যৌলাতে, আমারও তেমনি মন দুলিত
অথচ অপারগ আমি মন থেকে তখন বিমূর্ত, সুপ্ত থাকি তৃপ্ত সংকীর্ণতায়
আর তুমি অন্তরের বাসনায় ছুটে চলেছ মুক্ত হরিনীর মত; কল্পভাবনায়।
পথে-পথে সবভূল পা জড়িয়ে রাখে, বাধ্যতায় আমি তাকে ছাড়ি নি
তোমারও হয়ত ছাড়া হয়নি কখনো তাকে; সত্য চেতনায়,
শেষ স্থিরকল্প যখন সামনে এসে দাঁড়ায় আমাদের ভাবনার প্রাচীরে
তখন এ শুধু চোখে পড়ে; ভালোবাসার সামনের দেয়ালটাই সত্য, স্মৃতিমন্থনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন