শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ভালোবাসা


ভালোবাসা- শীরোনামহীন পথে, একরাশ কাঁশফুল
ভালোবাসা- অশান্ত হৃদয়ে অচেনা পথিকের ভুল
ভালোবাসা- ছন্দ ছৌঁয়া, রাগিনীর কিছু রাগ
ভালোবাসা- শেষ বিকেলের প্রজাপতির পরাগ


ভালোবাসা- কিছু অবান্তর, কিছু শিরোধার্য্য রীতি
ভালোবাসা- নয়ন মিলানো অচেনা দু'পথি
ভালোবাসা- ভাবুকের ভাবনা, ভাবনার নেই ভাষা
ভালোবাসা- অজান্তে বুকে বিঁধেছে কিছু আশা
ভালোবাসা- স্বপ্নচারিনীর, নির্জন বিচরণ
ভালোবাসা- তুমি ছাড়া এই অন্তর দহণ
ভালোবাসা- ১৪'ই ফেব্রুয়ারী, গোলাপের একখানা ঢালি
ভালোবাসা- একহাতে নয় দু'হাতে বাজানো তালি
ভালোবাসা- তোমার-আমার মিতালি, পদ্মা-যমুনায়
ভালোবাসা- তোমার টানে ছুটে চলি করাল স্রোতের মোহনায়
ভালোবাসা- আঁচল বিচায়ে আছি,ঝরাও শিউলিফুল
ভালোবাসা- হারাবো সুদূর হোক যত ভূল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন