রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ বড় ইচ্ছে করে

বড় ইচ্ছে করে........
মনটাকে উড়িয়ে দেই পবনের পুলকিত পরশে
সাগরের উত্তাল ঢেঁউ খেলায়, দিগন্ত ছৌঁয়া নীল গগনের প্রত্যাশে।


মনে ইচ্ছে করে........
শয়নপাতি ঐ বটের ছায়ায়, যেথায় শান্ত আশ্রম আছে
আমি শুঁয়ে-শুঁয়ে ভাবব, ঐ বটের পাতায়-ডালে পাখিরা কেন নাচে?



মনে চায়............
হারায়ে যাই সেখানে, যেখানে অরণ্য মিলেছে গহীনে
আলো সেথায় পারেনি পৌঁছুতে, আঁধার মিলেছে নয়নে।


মন বলে.............
চলনা ঐদূর পাহাড়ে, সুঁউচ্চ ডালের চূঁড়ায়
আকাশটাকে ছোঁব বলে মেঘেরা দ্রুত যায়,


মন ভাবে.............
নিজেকে যতটা নিঃশেষ করে স্বপ্ন তুলিতে আঁকি
কোথায় সে ছৌঁয়া দেবে, জুড়াবে নয়ন আঁখি।


অকপট নেই মনে, পড়ে আছি কোন কাননে
সবকিছু নিরাশা হিসেবের খাতায়
জীবন মানে, আশায় বাঁচা স্মৃতির পাতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন