আশ্রিত আমরা নরলোকে!
নোংরা নখ চিবুই,
বিশেষনে মিলাই ডানা
পালক পবন ভিবুই।
গদ্যশৈলীর শৃঙ্খল ভাঙ্গে
কাব্য কর্কশ প্রহসনে,
ঘন-সবুজ পল্লববিহার
পাংশু মেঘের আবরণে।
চিরাচরিত অপদান রীতি
ভাঙ্গছে সকল নটে!
মৌণমিছিল দলে-দলে
অস্তিত্ব রক্ষার তটে।
দীঘলকালো চুলের মূলে
পড়ছে স্বপ্ন খাঁজ
উলঙ্গ নর-নারীর
মিলছে বুকের ভাঁজ!
একূল ওকূল দু‘কূল গেলে
কলংক থাকে কি?
বৈরী ঝড়ে ডাঙ্গা ভাসে
সূর্যালোক মেকি।
প্রহসণ তাই দিকে-দিকে
মরি লাজ-লজ্জায়!
লজ্জা আজ নষ্টগহ্বরে
গড়ায় সাজ-সজ্জা।
সব দেখেছি, সব ভেবেছি
জেনেছি সবের ইতিবৃত্ত
এই হলো বিশোধনে
পৃথিবীর পাপ প্রায়শ্চিত্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন