শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

ক্ষুধার দুখ

জন্মাবধী ডুলির গলুইয়ে
উড়ি সুতো হতে,
অন্তর-দেহ কলংক করে
পেটের দায়ে নটে!

তৃষায় বাসনা নয়
বাসনায় জাগে তৃষা,
ঠোকরে ক্ষয় অর্ধযৌবণ
মুঠোখানি অন্নের আশা!


পুষ্পিতা আর নয় রইলাম
হলাম অবরোধবাসিনী,
বুকের ভাঁজের উত্তাল ঢেঁউয়ে
খেলছে কালঙ্গিণী।


ফুলের বুকে ভুখ সারিল
অভুক্তের হল সুখ,
দুরাচারী আমি কপট সংসারে
জন্মাবধী ক্ষুধার দুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন