শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ সৃষ্টি আর সৃজন সুখের উল্লাসে


গানের পাখি, গেয়ে যাও আজ আকাশে-বাতাসে
সৃষ্টি আর সৃজন সুখের উল্লাসে।
মানবতা আজ যেথায় বন্দিতের বঞ্চণা
শিকলে জড়ানো পা,  কষ্টের মন্ত্রণা
সে শিকল যাক ভেঙ্গে, জয়-জয়-জয়াকারে


আজ মানবতার দৃড়কন্ঠ হোক,  সৃষ্টির চারিধারে।
 আজ সত্যস্বরে ভেঙ্গে যাক যত, অনিয়ম; অনাচার
দূর্নীতি; দুঃখ-দারিদ্র, ক্ষমতার ভেদ-বিচার
ভালোবাসার স্নেহসুরে গান,  বিস্তৃত হোক আকাশে-বাতাসে
আজ পৃথিবী রাঙ্গুক নতুন রঙে,  সৃষ্টি আর সৃজন সুখের উল্লাসে।

২টি মন্তব্য: