মা কিংবা জননী এই নাম দামী জানি
নাই তুলনা কারো সনে
দিবস-রজনী সব মধুর জানি
রইলে মাগো নয়নে।
ভুবন আঁধার হায় মাগো তুমি পাশে নাই
ছাড়িলে মায়া সন্তানে
বড় অথর্ব এ জীবন সব বৃথা আয়োজন
বাঁচিয়া মরি দহণে।
এই ভুবন স্বার্থে গড়া তোমায় পেয়েছি স্বার্থ ছাড়া
হারায়ে তোমায় অসহায়
বেদনার দহণ বড় করে মোরে জড়সড়
পড়েছি ভেঙ্গে তাই কান্নায়।
যখন ছিলে মাগো পাশে আনন্দে ছিলাম মিছে
ভেবেছি ভুবন সুখময়
আজ জীবনে অভিশাপ পদে-পদে অনুতাপ
স্নেহহীন জীবন মরুময়।
কাঁদিয়া কি আর কব তোমায় না আর কাছে পাব
দহনে বুক যায় দহিয়া
ভাবি শুধু এই কেউ আর পাশে নেই
মায়াহীন ভুবন কাঁদে ডুরিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন