পেট ফুলেছে, পেট বেড়েছে
হয়েছে মোটা চাম,
খা শালার সোনার ছেলেরা
বলদের কি আর দাম?
হুজুগে বাঙ্গালী, থাকতে কাঙ্গালী
স্বপ্ন ভরা চোখ
কান্ড জ্ঞানহীন লুটেনে তোরা
সামনে গুয়ো পোক।
মাথা মোটা বলদ জাতি
বলদামি তে নাম
তোরা দেশের সোনার ছেলে
বলদের বিধি বাম!
বলদ মরে, বলদ কাঁদে
৫টি বছর ধরে
সে বলদের ঘোড়ামী সব
ভোটের দিনে সরে।
গরু-গাদা কলুর বলদ
ভুলে সেদিন সব
তাইতো বলদের মিষ্টি মুখে
হাম্বা কলোরব।
গদা খাওয়া অভ্যাসগত তাই
দে গদা ফাঁকে,
সোনার মুকুট তোদেরই মানায়
বলদ মরুক শোকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন