শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ আহত মূর্ছনা

গোধূলি আকাশে ছড়াচ্ছে কালো রং
চাতক-চাতকির তৃষ্ণার্ত চিৎকারে ভাঙ্গছে নৈসর্গিক মৌনতা
হুতুমপেঁচা গাছের আড়াল হতে চেয়ে আছে
দূর-দিগন্তে পাখিদের ঘরে ফেরা থেমে গেছে
পথে-পথে বর্ষার ব্যাঙ্ ঘ্যাঁঙ্গর-ঘ্যাঁঙ্গ শব্দে মাতাচ্ছে


কোন সাপ ব্যাঙ্‘এর খোঁজ পেয়ে পা জড়িয়ে ধরছে
মৃত্যুর শেষ প্রচেষ্টায় ব্যাঙ্’এর বিলাপ চলছে।
আমি হাঁটছি.....................
সবুজ দূর্বাঘাস মাড়ায়ে পায়ে
গোধূলী সাঁঝের গায়ে
সবুজে কালো রং মিশায়ে।


আষাঢ়ের বৃষ্টির পূর্বক্ষন
বাতাস বইছে শরীর বেড়ে
কোন এক মূর্ছনায় চলছি পথে এঁকে-বেঁকে
দু’হাত উর্দ্ধাকাশে তুলি, কিংবা রাখি মাথার চুলে
তাকে হারিয়েছি তার স্বার্থপরতায়, নাকি নিজের ভুলে!


অতীত হারিয়েছি আহত মূর্ছনায়
জীবনের হিসেব তাই পাওয়া হ’ল দায়
চোখ বুজে বাতাসের শিহরণে শিহরণ জাগাই মনে
স্নায়ুর বদ্ধ চলায়, দম আটকায় বুকের বানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন