এ আমার অজান্ত ভাবাবোধে জড়ানো অভিশপ্ত বাসনা নয়
বন্ধু; হারিয়েছি তোমায় শিহরিত সে বর্ষায়।
উপকূলে নোনাফেনায় নোনা ক্ষরস্রোত তুলে যেদিন
অসম প্রতিকূলে দিল দরিয়ায় দিয়েছিলে হানা
ভ্রান্ত-ভাবনায়, নিমগ্ন অন্ধকারাচ্ছন্ন প্রতিরোধে তাই
সহস্র-যোজন পথে বিবাগীর বিসর্জন?
অহেতুক শব্দলোকে কল্পকুমারীর রাজকন্যারা হানা দেয়
ছায়ালোকে দেখা হয় ভূমধ্যসাগরীয় ঢেঁউয়ের উত্তাল স্রোত
বিনম্রতাকে; ফেলে ফেনিলের মতো করে শুভ্র মেঘলোকের ছায়া-কল্পনা।
গগণলোকে শব্দছায়া বলাকা’রা ছুঁয়ে যায়
ঝাপটানো ডানার, প্রতিধ্বনিতে
অকারণে তাই ছায়ালোকের পথ ধরে, খুঁজে চলি
স্বপ্নখাঁজে আঁকা অদৃশ্য ছায়াপথে
যে পথ বেড়ে চলে গেছে স্বপ্নলোকের রাজকুমারীর স্বর্ণপুরী।
অবশ্যই সেই স্বর্ণপুরীর খোঁজ তুমি পাবে...
উত্তরমুছুন