মানুষের বিশ্বাসী রক্তে মিশেছি আজ
দিন-রাত আরাধ্য দেবতার দুয়ারে হাত পেতেছি
যেন দু'মুঠি ভরাতে পারি অশ্রু আর্শিবাদে।
তার নিদ্রিত জীবন জাগ্রত করার প্রচেষ্টায় কত রাত ঘুমাই নি
জীবন অনিদ্রার বন্ধু হয়ে গেছে
চোখের আলো রাত্রির আঁধারে সূর্যের আলো জ্বেলেছে।
তপ্তরোদে আর ঠান্ডার আরাম পাই না
অন্ধকারে দক্ষিনের রাস্তায় বসি
শোঁ-শোঁ বাতাসে শরীর হিমেল হয়, দু'চোখে তন্দ্রা নামে।
একি? ঘুমাচ্ছি কেন?
এখনি যদি কালবৈশাখী নামে?
যদি ঘূর্নিঝড় তার বিনষ্ট করে?
থামবার অবকাশ আসে না..........
যদি ভালোবাসার রক্তস্রোত বহিয়ে দেব, তবে কার্পন্যতার আলস্য কেন?
চলি বিহগের বিরাগে, ঐটুকু সুর সম্ভল
নিজের অজ্ঞতার সুর তোলার আগেই তাকে পৌঁছাব
পিছনে সুর তুলবে শিরার অশ্রু।
কিন্তু না,
সব মিথ্যে হয়ে গেল......
শিরার অশ্রুধারা স্রোত প্রতিকূল, অজ্ঞতার শিহরণে স্তব্ধ
শুধু ক্ষয়িষ্ঞু হৃদয়ের অচেনা ভাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন