রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ভালোবাসার অনুভব


জীবনের এ’এক কঠিন সময়
ভালোবাসার অনুভব ছড়িয়ে পড়ে সমস্ত শীরায়, উপশীরায়
বৃষ্টির মত তার ছুঁয়ে যাওয়া, তাকে ছুঁয়ে দেখার ব্যাকুলতায়
এক শিহরণের ঝড় বয়ে যায় প্রাণে।


এ’এক যত্নে লালিত আকাঙ্খা
হয়ত এই আকাঙ্খার পতঙ্গ সকল আলোক ঈর্ষায় ধাবিত হয়ে
উড়ন্ত বেলায় প্রজাপতি মনে পরাগ ছোঁয়,
অবুঝ মনের রঙ্গিন স্বপ্নগুলো কোন এক কামনাসিদ্ধ প্রলোভনে
আন্দোলিত করে রাখে সমস্ত মুহূর্তগুলোকে-
প্রণয়ের আদলে গড়া জীবনের এই কাঙ্খিত সময়গুলো নির্জীব করে
পথহারা পাখির নীড়ে ফেরা মিনতির এ’এক ভাবুক চিত্তের স্বপ্নদ্রষ্টা মন।

বৃষ্টির স্পর্শে যখন সবুজের মন উৎফুল্লতায় ভরে উঠে
তখন সে উৎফুল্লতা কামনাসিক্ত ভাবুককেও শিহরণে ছুঁয়ে যায়
ডোরা কাটে প্রাণের বিচলতায় অন্তঃক্ষরণ ধরে প্রিয় চেতনায়।

নিঃশ্বাস বন্ধ হয়ে আসে
মৃত্যু যন্ত্রণার মত ছটফট অনুভব আসে মনে
কাতর মুহূর্তগুলোতে বাঁচার তাগিদে
ব্যাধির কষ্ট ভোলার জন্য উদাসিন মন পথভ্রষ্ট হয়
এই ভ্রষ্টতাই শুধু সকলের চোখে পড়ে!
পড়েনা চোখে ভালোবাসার শৈল্পিকতায়
কাঙ্খিত ব্যাধিগ্রস্থ এক প্রেমিকের নিধারুণ কষ্টের জীবনস্বরূপ।

হ্যাঁ; এ যন্ত্রণাতেই পথ হারায় স্বপ্নদ্রষ্টা পথিক
অন্ধকার পথের সাথে লুকোচুরি খেলায় সে মেতে উঠে
উন্মত্ত যৌবনদশায় ফুলের মত সৌন্দর্য ধরে রাখতে পারে না গহীনে
এই ব্যকুলতা’ই কারো-কারো জীবন সমাধি টানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন