শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ খুকির শান্তনা


ছোট খুকিকে কোলে নিয়ে মা
চুমু খায় গালে
কাঁদেনা মা কতো ভালো
হেঁটে-হেঁটে বলে
ঐযে দেখ মা, কত্তো সুন্দর
উঠেছে আকাশে চাঁদ


জোনাকিপোকা মিটি-মিটি জ্বলে
আকাশে তাঁরার বাঁধ
হাসনা-হেনার মিষ্টি সুবাস
ছড়ায়ে বাতাসে
ঐযে শুনো হুতুমপেঁচা
হু-হু করে হাসে
অন্ধকারে আসছে দেখ
ঐযে ভুত তেড়ে
কাঁদেনা মা কান্না শুনলে
আসবে তারা দেড়ে
নানা বর্নিল হেতুমেখে
যখন মা আতমে
আনন্দে-ভয়ে কান্না মিশায়ে
তখন খুকি থামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন