শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ ছাত্রনীতির জয়

স্ট্যাটাস দেখাতে!
বেনসন খাই,
এয়ারফোন কানে
ঘন্টার ভাব জমাই।
মেয়ে নিয়ে- ঐ রিক্সা
চলো যাই পার্কে,

হাত ধরে ভাব জমলে
পাবে বলো আর কে?
পুসকা খাবে! আর কি?
যা ইচ্ছে খাও,
দু’হাতে মুটি করে
আমাকে প্রেম দাও।
যা ইচ্ছে বলে যাব
চুমু দাও ঠোঁটে গালে,
চেয়ে থাক যে থাকুক
যাক যা যাবার বলে।
চোখ তুলে নেব শালা
এভাবে কেন চাইলি?
পার্কের মজাটার
আনন্দ না’হয় মারলি।
স্যার আপনি একটুখানি
দয়ার চোখে চান
পরীক্ষা দেওয়ার পাইনি টাকা
দয়া করে যান।
ফেসবুকে ঢুকব কাল
আজ নাই নেট,
মামা নাও হাফ ভাড়া
আমি স্টুডেন্ট!
এই ব্যাটা চিনিস তুই
আমি হই কে?
হাফ দিসি নিয়ে বলিস
তোর বাপকে।
দোস্ত তোরা কে কোথায়
কলেজের সামনে দাঁড়া
ড্রাইভার ব্যাটার সাহস কত
বলে আমায় মেরে ফেলা।
গ্লাস ভাঙ্গছে, জ্বলছে টায়ার
গাড়ী অগ্নিময়
কারো চোখে পুড়ছে স্বপ্ন
কারো উল্লাস হয়!
করধ্বনি দেশের মানুষ
ছাত্রনীতির জয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন