শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ কার নামে আলোকধারা


মানুষ, কেন তোমার চোখে-মুখে, এত-এত ভয়; বিষ্ময়?
তাকিয়ে দেখ চারিধার; বিশ্বময়, কোথাও কিছু স্থির নয়।
এই দাঙ্গা-হাঙ্গামা-ঝঞ্ঝাট, ঐ প্রকৃতির বিভৎস-কদাকার
সবকিছু ডিঙ্গিয়ে যেতে হবে পথ ধরে, অর্জিতে আপন অধিকার।
তুমি নিরালায় চাও বাঁচিবার, তাই হয় এত ভয় তোমার
ভয়-কাতুরে মন ভূলে তুমি, আলোর ভূমে চাও
দেখ রনাঙ্গণে বাঁচিবার জীবন, স্বাদ অন্তরে লও।


তুমি করিতে পার কি ত্যাগ, তোমার অধিকার?
পার কি বাঁধিতে বুক, ভূলে আপনকার দাবিদার
তবে কেন তোমার এত অবিশ্বাস, এত রূদ্ধশ্বাস হয়?
মরিবার আগে মর কেন তুমি, ভয় শৃঙ্খলে পদাশ্রয়।
জীবনখেলার সঙ্গে আজ লড়ে, সারগর্ভ পেয়েছি তার ক্ষয়ে
জীবনবাজি রেখে এগিয়ে যাবে যারা, উত্থান-পতনে প্রমাণ পাবে তারা
এই ভূমিতে কার অবস্থান, কার জীবন সারা
অন্ততকাল কে বাঁচিবে, কার নামে আলোকধারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন