যদি মনটাকে জান, যদি পৃথিবীটাকে চেন
চেয়ে দেখ তোমার চারিদিক, আকাশ-বাতাস আলোক
সবখানে টানিছে পুরুষ, মুগ্ধধ্যানে নারীলোক।
যদি কাননে তোল ফুল, যদি উল্লাসে যাও সাগরকূল
আবেশের মনকে জিজ্ঞাসা কর, কিসের বিচরণ?
সে‘যে, অন্তরেরপীড়া নারীর আর্তদহণ।
যদি ব্যথায় মন ভাঙ্গায়, যদি বোধ কিছুতে না পায়
দ্বীধাবিভক্ত কৌলাহলে মনটাকে টান…..
দেখবে নারীর সুদর্শনীয় উল্লাস, আশা ব্যঞ্জণ।
এমনি পরতে-পরতে ছড়িয়ে আছে, নারীর পদবিলাস
তাইতো; নারী কখনো মা, কখনো বোন, কখনো বা প্রিয় অভিলাষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন