বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ আমি রাই প্রেমে বিবাগী

আমি রাই প্রেমে বিবাগী হয়ে, ঘুরব দেশে-দেশে
মজাইয়া প্রেমে আমারে রাই, নদীর ঘাটে না আসে।
আসবে বলে মধুমাসে, আছি আমি বসে
আসলো না, আসলো নাগো রাই, নয়ন জলে পথ ভাসে
মুরলীতে সুর ধরি, গাহি রাই নাম

সুর শুনিয়া ভাবী রাই, আসবে সুরধাম
আমি শ্যাম অভিমানে, হব যে দেশান্তরী
সেদিন রাই প্রেমের মর্ম, বুঝবে অন্তর পুড়ি
অবিবেচক কয় ওগো রাই, ত্যাগ অভিমান
অনুরাগে রাগিয়া শ্যাম, করিবে প্রস্থান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন