বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

গানঃ ফুল ফুটতে দাও

ফুল ফুটতে দাও, ঝরতে করো নাকো মানা
প্রেম আসুক জীবনে, ভাঙ্গনে বাঁধা দিও না।
জীবনটাতো রঙ্গের খেলা, রঙ্গে থাকো মেতে
ভাঙ্গা-গড়ার এই খেলায়, যেওনাতো চটে
বারিষন আসলে জীবনে, নয়নধারে ঝরাও না।

সহজপথে চলতে শেখ, সহজভাবে সব নাও
মধুর প্রতিক্ষাগুলো, আরো মধুর হতে দাও
অসময়ে কাঁটায় চলতে, কোন দ্বিধা করো না।
যত প্রীতি যত রীতি, ভাব সব এক তীথি
আসল শুধু দু‘দিন গতি, বাকী নিথর দুনিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন