বাদলা দিনে মেঘের সনে বৃষ্টি খেলে যায়
এমন দিনে তুমি এলে যাব তোমার গাঁয়।
সেকি জান কি? সে জান কি?
এমন দিনে তোমার জন্যে, মনযে উতলায়।
ধুত্তুরি ঐ দাদাবুড়ো কত তামশায়
দিঘীর জলে বৃষ্টি পড়ে আনন্দে মিশায়
ছেলেরদলসব এমনদিনে নেইকো ঘরে বসে
আমি কেমনে থাকি বসে, তোমায় ভালোবেসে।
বৃষ্টিতে আজ দু’জন ভিজে হব একাকার
দূর্বাভরা মাঠের পরে, খুশির বাহার
এইযে, বাড়ানো আছে মোর হাত, ধরে নাও হায়
সত্যি বলছি; তুমি এলে, যাব তোমার গাঁয়।
এমন দিনে তুমি এলে যাব তোমার গাঁয়।
সেকি জান কি? সে জান কি?
এমন দিনে তোমার জন্যে, মনযে উতলায়।
ধুত্তুরি ঐ দাদাবুড়ো কত তামশায়
দিঘীর জলে বৃষ্টি পড়ে আনন্দে মিশায়
ছেলেরদলসব এমনদিনে নেইকো ঘরে বসে
আমি কেমনে থাকি বসে, তোমায় ভালোবেসে।
বৃষ্টিতে আজ দু’জন ভিজে হব একাকার
দূর্বাভরা মাঠের পরে, খুশির বাহার
এইযে, বাড়ানো আছে মোর হাত, ধরে নাও হায়
সত্যি বলছি; তুমি এলে, যাব তোমার গাঁয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন