শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

কবিতাঃ সন্তানের সুখ


সবার অন্তরের দুঃখ               ললাটে বিস্মৃতির রুক্ষ
           ঘুচিবে তখন, মা আসবে যখন
কান্না হাসি হবে              বাবা আসিলে তবে
           তিনি করেন মোদের ভরণ-পোষণ


দুঃখ-কষ্ট যত হবে                  সকলই ঘুচে যাবে
           দেখিলে মা-জননীর মুখ
হাসির বিস্তৃতির রাশি             উঠিবে তখনই ভাসি
           খেলে পিতা একটা শান্তির চুমুক
যতই দুঃখ হবে              পিতা-মাতা নাহি যাবে
           রইবে তারা পড়ে, সন্তানের দুখে
হাজার চেষ্টা করবে              জীবন বিলিয়ে দেবে
           সন্তানের সুখে
সকলই ব্যর্থ হবে                পিতা-মাতা যখন পাবে
           দুঃখ এই জগতে
পিতা-মাতা সুখী হবে              সন্তানের সুখ দেখা দেবে
           সুন্দর এই ধরণীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন