কবিতায় আর কি লিখব?
যখন শতসহস্র শতাব্দীর আঘাতের ক্ষত হৃদয়ে নিয়ে আর্তচিৎকারে বলতে পারিনি
ঐ ক্ষমতাশালী হিংস্রজানোয়ারের দল, তোরা আমাদের অধিকার লুটে নিয়েছিস,
আমাদের ঠেলে দিয়েছিস অন্ধকারের অতল গহ্বরে
আমাদের হৃদয় ঘুনো পোকায় খাইয়ে করেছিস ক্ষত-বিক্ষত।
নিয়তিকে আমরা মেনেছি, সব আমাদের নিয়তি! হাঃ হাঃ হাঃ, সব আমাদের নিয়তি!
আমরা নিয়তি মানি, নিয়তির পদতলে উষ্ঠা খাওয়া যন্ত্রণার স্বরূপ মানি
ভাবী; আমরা সহায় সম্বলহীনরা প্রতিবাদে যাব? আমরা প্রতিবাদ করব গলা ফাটিয়ে?
দেখ; পাগল কুকুর বলে আমাদের ক্ষেপিয়ে সামনের দিকে তাড়িয়ে দৌড়াচ্ছে।
আমরা নাকি পাগল হয়ে গেছি, সবাই হাত উঁচু করে আঙ্গুল তুলে বলে যাচ্ছে,
অবিবেচকরা পাগল হয়ে গেছে! অবিবেচকরা পাগল।
সবার কথায় আমরা আজ বুঝেছি, সময়ের খরস্রোতে আমরা পাগলের প্রলাপ বকছি।
কেউ আমাদের বুঝলনা! কেউ আমাদের ভাষা বুঝেনা!
আমরা শুধু গলা ফাটিয়ে আমাদের অধিকার চাইছি, অথচ সবাই আমাদের পাগল ভাবছে।
আমরা শান্তনা নিতে ঘুরছি না? কারণ আমরা আজ জেনে গেছি শান্তনা আমাদের বার-বার স্তব্ধ করছে
শান্তনা আমাদের রক্তঝরা ঘামে সুবিধাভোগীদের জিহ্বা হতে লালসাতৃপ্ত স্বাদক্ষরণ করেছে
ওরা আমাদের সবকিছু চেটে খেয়েছে, আমাদের করেছে নিঃস্ব পদদলিত।
ওহে নির্বাক জাতি, তুমি আজ অবাক! আমরা হতবাক!
পথে-পথে অবিবেচকরা হুন্নি হয়ে ঘুরবে অধিকার স্থাপনে?
বল অধিকার কি তারা প্রতিষ্ঠা করতে পারবে অজ্ঞতার প্রহসণে?
কিছুই হবেনা, হিংস্রনখরের থাবায় রক্তকনা ঝরে-ঝরে চারদিকে ছিটাবে
পথ-ঘাট রঞ্জিত হবে লালরঙ্গে, প্রাপ্যতা হবে লালরঙ্গে রঞ্জিত সিক্ত ভেজা মাটি।
শুধু একটা আশাই পুষি নীরব যতনে আমরা, যদি এই মাটি কখনো কথা বলে,
তবে বেঁচে থাকবে অবিবেচকরা, বেঁচে থাকবে অবিবেচকদের স্বপ্ন কবিতা
সে প্রত্যাশায় কবিতা লিখি নরদানবদের হাত থেকে অধিকার অর্জনের রক্তশিহরণে।
যখন শতসহস্র শতাব্দীর আঘাতের ক্ষত হৃদয়ে নিয়ে আর্তচিৎকারে বলতে পারিনি
ঐ ক্ষমতাশালী হিংস্রজানোয়ারের দল, তোরা আমাদের অধিকার লুটে নিয়েছিস,
আমাদের ঠেলে দিয়েছিস অন্ধকারের অতল গহ্বরে
আমাদের হৃদয় ঘুনো পোকায় খাইয়ে করেছিস ক্ষত-বিক্ষত।
নিয়তিকে আমরা মেনেছি, সব আমাদের নিয়তি! হাঃ হাঃ হাঃ, সব আমাদের নিয়তি!
আমরা নিয়তি মানি, নিয়তির পদতলে উষ্ঠা খাওয়া যন্ত্রণার স্বরূপ মানি
ভাবী; আমরা সহায় সম্বলহীনরা প্রতিবাদে যাব? আমরা প্রতিবাদ করব গলা ফাটিয়ে?
দেখ; পাগল কুকুর বলে আমাদের ক্ষেপিয়ে সামনের দিকে তাড়িয়ে দৌড়াচ্ছে।
আমরা নাকি পাগল হয়ে গেছি, সবাই হাত উঁচু করে আঙ্গুল তুলে বলে যাচ্ছে,
অবিবেচকরা পাগল হয়ে গেছে! অবিবেচকরা পাগল।
সবার কথায় আমরা আজ বুঝেছি, সময়ের খরস্রোতে আমরা পাগলের প্রলাপ বকছি।
কেউ আমাদের বুঝলনা! কেউ আমাদের ভাষা বুঝেনা!
আমরা শুধু গলা ফাটিয়ে আমাদের অধিকার চাইছি, অথচ সবাই আমাদের পাগল ভাবছে।
আমরা শান্তনা নিতে ঘুরছি না? কারণ আমরা আজ জেনে গেছি শান্তনা আমাদের বার-বার স্তব্ধ করছে
শান্তনা আমাদের রক্তঝরা ঘামে সুবিধাভোগীদের জিহ্বা হতে লালসাতৃপ্ত স্বাদক্ষরণ করেছে
ওরা আমাদের সবকিছু চেটে খেয়েছে, আমাদের করেছে নিঃস্ব পদদলিত।
ওহে নির্বাক জাতি, তুমি আজ অবাক! আমরা হতবাক!
পথে-পথে অবিবেচকরা হুন্নি হয়ে ঘুরবে অধিকার স্থাপনে?
বল অধিকার কি তারা প্রতিষ্ঠা করতে পারবে অজ্ঞতার প্রহসণে?
কিছুই হবেনা, হিংস্রনখরের থাবায় রক্তকনা ঝরে-ঝরে চারদিকে ছিটাবে
পথ-ঘাট রঞ্জিত হবে লালরঙ্গে, প্রাপ্যতা হবে লালরঙ্গে রঞ্জিত সিক্ত ভেজা মাটি।
শুধু একটা আশাই পুষি নীরব যতনে আমরা, যদি এই মাটি কখনো কথা বলে,
তবে বেঁচে থাকবে অবিবেচকরা, বেঁচে থাকবে অবিবেচকদের স্বপ্ন কবিতা
সে প্রত্যাশায় কবিতা লিখি নরদানবদের হাত থেকে অধিকার অর্জনের রক্তশিহরণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন