বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

বসন্ত বিরাগ


ফাগুণ কৌকিলের কুহু-কুহু
ময়ুরের ডাক কেকা
দোয়েল শিস মুহু-মুহু
কাক ডাকে কা কা।

ফুলরাশি ডালে ডালে
বিহঙ্গ ব্যাকুল
সৌরভে পরাগ মেখে
ভ্রমর ফুটায় হুল।

হলুদপাতা যা ঝরে সব
ধরে সবুজপাতা
শুকনো পাতার মর্মরধ্বনিতে
খুলি স্মৃতিখাতা।

পড়ে মনে সেসব ভাবি
যা আছে মনের বাঁকে
মিলন-মধুর স্মৃতির তরে
মনযে পড়ে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন