রবিবার, ৭ আগস্ট, ২০১৬

বিটিভি দেখুন আর পজিটিভ ভাবনা ভাবতে শিখুন

ভিসেন্ট সাহেব, কার্নেগী সাহেব, জনাব শিব খেরাসহ প্রত্যেকটি লেখকের যুক্তি ছিল, সব-সময় পজিটিভ চিন্তার ব্যাপারে। পারলে জীবন থেকে “পাপ” “মিথ্যা” এবং “না” এই শব্দগুলো মুছে দিতে। “আমি পারছিনা” এই কথাটি এভাবে না বলে বলতে হবে- “আমি চেষ্টা করেছি কিন্তু মনে হয় কোথাও ভূল হচ্ছে!”

এরপর থেকে আমি টুকিটাকি পজিটিভ চিন্তা-ধারার চেষ্টা করে চলছি। কিন্তু মিডিয়ার অগ্রাসনে আর বিজ্ঞানের অগ্রধারায়, চারদিকে ইচ্ছে না থাকলেও “পাপ” “মিথ্যা” কিংবা “না” এই শব্দগুলো থেকে বেরিয়ে আসা সম্ভবপর হয়ে উঠছে না।

এজন্য... ঠিক এজন্যই... আমি সিদ্ধান্ত নেবার চেষ্টা করছি, সব মিডিয়া জগত বন্ধ করে দিয়ে শুধু বিটিভি‘র ভক্ত হয়ে যাব। সত্যি বলতে কি, জ্ঞাণ হবার পর থেকে এই একটা মিডিয়ার চ্যানেল পেয়েছি, যেখানে ছড়িয়ে-ছিটিয়ে পজিটিভ খবর, উন্নয়ন আর উন্নয়ন সাথে দেশ শাসকদের শীনা উঁচু করে বলবার মতো চরিত্র!!!

তাই সকলে আসুন, বিটিভি দেখুন আর পজিটিভ ভাবনা ভাবতে শিখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন