আমার ভালোবাসা এখন
মেঠোপথে হেঁটে চলা
চোরাকাঁটায় পা জড়িয়ে
অদূর বেলা
সকাল-সাঁঝে; একাকি একলা
ভেবে ভালোবেসে
মনের টানে, সবুজ বনে
আপন গানে; আত্মভোলা,
অনুরাগ আর অবহেলায়
দূরসবুজে দূ‘কূলঘেষে
নদীরটানে চালায়ে ভেলা (তরী)।
আমার ভালোবাসা এখন
রংধনুর রং মেঘের বেলা
শরৎকালে আলো ছায়ায়
রাখাল খেলা
মাঠ-প্রান্তরে; ভেবে বলা
কি দেখেছি
কি পেয়েছি, কি পাব তার
মনের সুখে দুঃখ ঘুছে!
দিনপেরিয়ে সাঁঝের বেলা,
এমন করে কেটে বেলা
অনাদরে নির্ঘূম হেলা।
আমার ভালোবাসা ছিল
সুখের পার্বনে; স্বপ্ন বুনে
এই তোমাতে, এ আমাতে
কেটে দেয়া রুধিরবেলা
সকল খেলায়, অবহেলায়
চলে যেত দিন, মনযে রঙ্গিন
ভালোবাসার আবির জড়িয়ে
জীবনসুখের সাঙ্গবেলা।
মেঠোপথে হেঁটে চলা
চোরাকাঁটায় পা জড়িয়ে
অদূর বেলা
সকাল-সাঁঝে; একাকি একলা
ভেবে ভালোবেসে
মনের টানে, সবুজ বনে
আপন গানে; আত্মভোলা,
অনুরাগ আর অবহেলায়
দূরসবুজে দূ‘কূলঘেষে
নদীরটানে চালায়ে ভেলা (তরী)।
আমার ভালোবাসা এখন
রংধনুর রং মেঘের বেলা
শরৎকালে আলো ছায়ায়
রাখাল খেলা
মাঠ-প্রান্তরে; ভেবে বলা
কি দেখেছি
কি পেয়েছি, কি পাব তার
মনের সুখে দুঃখ ঘুছে!
দিনপেরিয়ে সাঁঝের বেলা,
এমন করে কেটে বেলা
অনাদরে নির্ঘূম হেলা।
আমার ভালোবাসা ছিল
সুখের পার্বনে; স্বপ্ন বুনে
এই তোমাতে, এ আমাতে
কেটে দেয়া রুধিরবেলা
সকল খেলায়, অবহেলায়
চলে যেত দিন, মনযে রঙ্গিন
ভালোবাসার আবির জড়িয়ে
জীবনসুখের সাঙ্গবেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন