তোমার ইচ্ছে হলেই এসো; এ আমার বৃষ্টিঝরা বাদল বেলায় কদমতলে
তোমায় তেমন কিছু দিতে না পারি; শূণ্য হাতে ফিরবে না ঠিক
কদমডালি বিছিয়ে দেব চরণতলে।
তোমার ইচ্ছে হলেই এসো; এ আমার নুড়ে পড়া কুড়োঘরে
তোমায় বসতে বলার স্থান দিতে না পারি; কষ্ট তোমার হবে না জেনো
আলো-ছায়া খেলবে যখন বদণপরে।
তোমায় তেমন কিছু দিতে না পারি; শূণ্য হাতে ফিরবে না ঠিক
কদমডালি বিছিয়ে দেব চরণতলে।
তোমার ইচ্ছে হলেই এসো; এ আমার নুড়ে পড়া কুড়োঘরে
তোমায় বসতে বলার স্থান দিতে না পারি; কষ্ট তোমার হবে না জেনো
আলো-ছায়া খেলবে যখন বদণপরে।
তুমি আমাকে ভালোবাসলেই কেবল এসো; এ আমার মনের ঘরে
মন জানে সে ছোট্ট যে তার ঘর; তবু পাবে না`ক অবসর
এই ছোট্টঘরে জমানো প্রেম থরে-থরে।
তুমি আমাকে চাইলেই কেবল এসো; এ আমার ডান পাশে
ভালোবাসা পথ চায় না, ঘর চায় না; একজীবনে যেটুকু চায়
মরতে দু‘প্রাণ একি সাথে, কাঁটাঘেরা পথে এসে।
তুমি এমন হলেই এসো; আমিও থাকব পথে চেয়ে
এ জীবনে দু‘হাতে সুখ; জড়ানো বাহু
স্বপ্নশিখা যাব বয়ে পরস্পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন