যেচে খোঁজ নেওয়ার মানষিকতা খুব কম মানুষের মাঝেই থাকে। খুব কম জনই জানতে চায় অন্যের দুঃসহ পরিণতিটিকে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়টিকে, পীড়িত সময়টাকে, হাতপেতে থাকা করূণ চাহনীটাকে। বেশিরভাগই এড়িয়ে যেতে চায় বিবেকলব্ধ জ্ঞাণকে, প্রয়োজনীয় বিষয়কে, চোখে সামনে পড়ে থাকা অনেক সত্যকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন