সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

প্রয়োজন পড়ে ত ঘায়েল কর

প্রয়োজন পড়ে ত ঘায়েল কর পাছে!
এই ত বেলা পড়ে এল-
আগে ভোরগুলোতে সাগরপাড় ঘুরে শঙ্খ মিলত
এখন তারা ক্লান্তির হাত ধরে চলে যায়।

বোধ আমার হল না- হলে পড়ন্তবেলায়
এতটুকু পদছায়ায় বেহাল হত না সুরের সতীন বেহালা
নাট্যশালায় মূর্চ্ছা যেত না ধ্রুপদী কাব্যধারা
অথবা অসময়ে অঙ্কুর বাঁধত না খরচে বেলার লুপ্তবোধ।
জীবনটা কার্পাসের মত মেঘমালার কাছাকাছি পৌঁছে
কখনও আবার বেহাল দ্যোলায় দ্যোলে শিরিসের শরীর
কখনওবা ডাঙ্গায় বায়, মাঝখোলসে বৃত্তভাঙ্গে বৃহঙ্গ নৃত্যে
সহসা ঝড়ো রাত্রির র্নিলুপ্ততায় হার মানে পিছলে চলার পথ।

এখানেই সকলে রূপপাল্টায়-
কেনাপ্রসাধনীতে চেনা হয় না, কালকের পরিচিত অগ্রগামী
তাই অর্ঘ্য পেতে বিলক্ষনে পাছে ছুটে কায় বাসনা
তখন বোধহয় রাহু কিংবা কেতুকী পাশেই ছিল
না হলে এর আগে ত এতটা নির্লিপ্ত বাসনা জন্মেনি প্রয়োজনে।

যখন হারিয়েছি- তখন চিত্রপটও লেপ্টেছে শরীরে
জন্ম-জন্মান্তরের ভোগবাসনার এ বড় দায়
তাই পৌঢ় পড়ন্ত প্রপৌত্র সমেত জড় কর
অবসরে পথের ঠিকানা অন্ধকারেই জড়িয়ে পড়ুক....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন