মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

পাখি উড়ে যাও পথ

পাখি উড়ে যাও পথ
ধর আপন সীমানা
ভূল পথে যেও না
পড়বে বেধীর নিশানা।

সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

শেষ হয়

প্রদ্বীপশিখা কেরোসিনের যন্ত্রণায় জ্বলে শেষ হয়
আর আমার শেষ হয়, কষ্ট মন্ত্রণার দাহে।

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

সন্মুখে

সানন্দা তখনও দেখে নি আমায়
নিবারন ভট্টাচার্য্যের হৃদয়ের কুড়োঘর
সানন্দার চোখের আড়াল হয়েছে বহু আগে-
মুখোমুখি বিবশ শরীরে যখন সন্মুখে দাড়াই
তখন সানন্দা আকস্মাৎ চমকে উঠে। বলে-
তুমি কখন এলে? চেনাই তো যায় না!
বুকের ভেতরকার উষ্ণ নিঃশ্বাস বয়ে চলে
বলি- চিনতে কি চেয়েছিলে কখনো?

ঈদের শুভেচ্ছা

জীবনের পথে চলতে-চলতে যখন বোধ আসে- এ বোধহয় আমি থেমে গেছি, ঠিক সে সময়ের একটা উপলক্ষ্য একটা অনুভূতি জীবনকে নতুন করে চালকের আসনে বসিয়ে দেয়। নতুন করে বাঁচতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়, নতুন করে ভালোবাসতে শেখায়। গম্ভীর আড়ষ্ট জীবনের গতানুগতির ধারাকে পরিবর্তনের যে সমূহ স্বীকৃত সুখ, আরাধ্য অনুভূতি তাহাই খুশি।
প্রতিটি খুশিই এক-একটা পীড়ার মহাঔষধ, জীবনকে চেনার নতুন এক আয়োজনযজ্ঞ। ভালোবাসায়, মমতায়, স্নেহ কিংবা সোহার্দ্যের অটুট বন্ধন গঠনে সজ্জিবনী শক্তি। যে শক্তি আত্মাকে বিশুদ্ধ করে, শেখায় ভাগ করে রাখা ভালোবাসার সংযোজন।
স্নেহ-সান্নিধ্য-ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক সকলের প্রাণ নতুন উৎসাহ আর উজ্জিবিত শক্তিতে, সে কামনায়- সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।
শুভ ঈদ মোবারাক।

আদায়


রিপন সম্পর্কে কাকা, প্রায় সমবয়েসি কাকা-মামা-ভাই-ভাতিজা সবাই বন্ধু বনে যায় একসময়। তাই কাকার অংশটা বাদ গিয়ে রিপনও বন্ধু হয়ে গেছে। কিন্তু বন্ধু হলে কি হবে, কাকাবন্ধু কিন্তু বন্ধুত্ব রক্ষার্থে কিছুটা কার্পণ্য করে। মানে বন্ধুমহলে বন্ধুত্ব গাঢ় করতে গেলে মারা-মারি, খেলাধুলা, খাওয়া-দাওয়া সব হতে হয়। কিন্তু কাকাবন্ধু সবকিছুর বেলায় থাকলেও খাওয়ানোর বেলায় কিছুটা কার্পণ্য করে। তাই সকলে মিলে নানান প্রচেষ্টা চালাচ্ছি কাকাবন্ধুকে একটু সাইজে ফেলতে। তো একদিন-দুইদিন কাকাবন্ধু সিষ্টেম করে পালিয়ে বাঁচে, কোনভাবেই তাকে সাইজে পাচ্ছে না কেউ। একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল আজ তাকে ধরতেই হবে। তাই রাস্তায় আড্ডা দেওয়ার ফাঁকে সবাই মিলে কাকাবন্ধুকে ধরে ফেললাম, সকলের মুখে এক‘রো কাকা আইজকা খাওয়াতেই হবে। কাকা নানান অজুহাত শুরু করল, শেষ বলল তার হাতে টাকা নেই। কিন্তু আমরা জানি তার কাছে টাকা আছে, কিন্তু সে খাওয়াবে না।

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

সম্মান

খাদ্য দেহকে সচল করে, দৈহিককর্ম মনকে সচল করে
কিন্তু; জীবনের সচলতা সম্মান ব্যতীত টিকে না।
(বি.দ্রঃ সম্মান নির্ভর করে ব্যক্তির চিন্তা-চেতনার উপর)

ক্ষোভ

কোন বিষয়ে জন্মানো ক্ষোভই মানুষকে হিংষার আগুনে পুড়ে দগ্ধ করে।

রবিবার, ১০ আগস্ট, ২০১৪

অনুসন্ধান

প্রত্যেকে প্রিয়জনের সুখী হবার সঠিক কারণ অনুসন্ধান না করেই তাকে খুশি করার জোর প্রত্যয় চালায়..

শনিবার, ৯ আগস্ট, ২০১৪

অক্ষমের ভালোবাসা

বসন্তের পাপড়িতে জাগে অক্ষমের ভালোবাসা
বৃন্তের বুকে মধু, কৌঠরে বীজের আশা।

শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪

যতন করে রেখ

দেহখুটে কষ্টগুলো গেঁথে দিলাম ঝিনুকমালায়
গলায় না দাও ওহে বৈষ্ণবী,
যতন করে রেখ তোমার ঝুড়ির তলায়।

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

যাচা

যেচে খোঁজ নেওয়ার মানষিকতা খুব কম মানুষের মাঝেই থাকে। খুব কম জনই জানতে চায় অন্যের দুঃসহ পরিণতিটিকে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়টিকে, পীড়িত সময়টাকে, হাতপেতে থাকা করূণ চাহনীটাকে। বেশিরভাগই এড়িয়ে যেতে চায় বিবেকলব্ধ জ্ঞাণকে, প্রয়োজনীয় বিষয়কে, চোখে সামনে পড়ে থাকা অনেক সত্যকে।

সোমবার, ৪ আগস্ট, ২০১৪

একরত্তি স্বপ্ন

দাম দিয়ে মুক্তির স্বাদ মেলে না
অথচ অর্হনিশ বিনেপয়সার নোনাব্যথারা কত সহজে চোখ ভিজিয়ে যায়।
ধ্যাৎ!! জীবনটা মস্তবড় ফাপরের জায়গা, কতকিছু বিনে পয়সায় মিলে
অথচ হাজারো চেষ্টাতেও একরত্তি স্বপ্নকে আগলে রাখা কত কঠিণ।

জীবনের জন্য

তুমি নারী হয়েছে আমার জন্য
আমি নর হয়েছি তোমার জন্য
জীবন যখন বাহু বন্ধনে বাঁধে
সৃষ্টি সুখ জন্মে জীবনের জন্য।

সোমবার, ২৮ জুলাই, ২০১৪

গ্রহণযোগ্য কারণ

চিরকাল শত্রু হবার মাঝেও সুখ মেলে, যদি সে শত্রুতার গ্রহণযোগ্য কারণ জানা যায়।

রবিবার, ২৭ জুলাই, ২০১৪

গন্তব্য

চলার পথটুকু হতে পারে বন্ধুত্বের কিংবা বাসনার
চলতেও একসাথেই শুরু করতে পারি,
কিন্তু; গন্তব্য যে আমাদের সকলের বিভিন্ন।।