মনের ঔদ্ধত্য দেখলে ঐশ্বর্য্যটাকে না...
চিরাচরিত বার্ধক্যে এ কেমন বাসনা ভূবনেশ্বরী ?
সৃষ্টির দানযজ্ঞে এ নয় প্রতারিত প্রবঞ্চণা ?
সাগরে ঢেঁউ উছলায়ে তীরে নুড়ির স্তুপ হয়
নিজের প্রেম, স্বপ্ন, ঘর সব পিছে পড়ে থাকে,
তবুও অন্তঃস্থ গহ্বরে প্রেম জন্মে প্রকারন্তে।
বেঁধেছ বিঁধেছ, বাঁধা পড়েছি আগ্রহে
কোন এক নেশা, এক তাড়না অথবা কোন দায়!
টেনেছে; যতটা না চেয়েছি তারও বেশি
শুধু;
কষ্টিপাথর ভেবে আগলে রাখবে বলে
ধুমকেতু ভেবে সরে পড়লে,
যজ্ঞক্রিয়ায় এটুকুরই কেবল শোধ বাকী।
চিরাচরিত বার্ধক্যে এ কেমন বাসনা ভূবনেশ্বরী ?
সৃষ্টির দানযজ্ঞে এ নয় প্রতারিত প্রবঞ্চণা ?
সাগরে ঢেঁউ উছলায়ে তীরে নুড়ির স্তুপ হয়
নিজের প্রেম, স্বপ্ন, ঘর সব পিছে পড়ে থাকে,
তবুও অন্তঃস্থ গহ্বরে প্রেম জন্মে প্রকারন্তে।
বেঁধেছ বিঁধেছ, বাঁধা পড়েছি আগ্রহে
কোন এক নেশা, এক তাড়না অথবা কোন দায়!
টেনেছে; যতটা না চেয়েছি তারও বেশি
শুধু;
কষ্টিপাথর ভেবে আগলে রাখবে বলে
ধুমকেতু ভেবে সরে পড়লে,
যজ্ঞক্রিয়ায় এটুকুরই কেবল শোধ বাকী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন